যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও বাতিল হয়েছে আমাদের চাকরি। কোচবিহার জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন চাকরি হারা কোচবিহারের দুই শিক্ষক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৮,এপ্রিল :: যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও বাতিল হয়েছে আমাদের চাকরি। কোচবিহার জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন চাকরি হারা কোচবিহারের দুই শিক্ষক।

সাংবাদিকদের মুখমুখী হয়ে তারা বলেন, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের রায় ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর সিবিআই ৯৫২ জন চাকরিপ্রার্থীদের ওএম আর শিট প্রকাশ করে। যেগুলির প্রাপ্ত নম্বরে টেকনিক্যাল গন্ডগোল ছিল ।

এর মধ্যে থেকে ৮০৮ জন চাকরিরত শিক্ষক ছিলেন । তবে কলকাতা হাইকোর্টের রায় এই ৮০৮ শিক্ষকের মধ্য থেকে ৭৭৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল ।

বাকি ৩৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়নি। দাবি, কারণ জানতে চাওয়ায় এসএসসি বিবৃতি দিয়েছিল এরা সবাই যোগ্য শিক্ষক । এর মধ্যে থেকে কোচবিহার জেলায় ছিলেন পাঁচ জন শিক্ষক । হাইকোর্টের প্যানেল বাতিল রায়ের পরেও যাদের চাকরি বহাল থেকে ছিল।

তবে ২০২৫ সালের সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষকের সাথে কোচবিহারের পাঁচ জন শিক্ষকসহ গোটা রাজ্যের ওই ৩৩ জন শিক্ষকেরও চাকরি গিয়েছে।

সম্প্রতি এসএসসির পক্ষ থেকে সিবিআই এর হাতে উদ্ধার হওয়া ওই ওএম আর শিটের ভিত্তিতে যোগ্যদের একটি লিস্ট করে স্কুলে ফেরত পাঠানো হচ্ছে ।

কোচবিহারের এই শিক্ষকদের দাবি, পর্যাপ্ত নাম্বার এবং এসএসসির কথা অনুযায়ী যোগ্য হওয়া সত্বেও যোগ্য শিক্ষকদের এই তালিকায় নাম নেই তাদের । ফলে চরম বিপাকে তারা। এদিন সাংবাদিক বৈঠকে, সিবিআই এর প্রকাশ করা নিজেদের ওএম আর শিটের কপিও দেখান এই শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =