অমাবস্যা ও কোটালের জেরে সুন্দরবনের একাধিক নদী বাঁধে ভাঙন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সোমবার ২৮,এপ্রিল :: অমাবস্যা ও কোটালের জেরে সুন্দরবনের একাধিক নদী বাঁধে ভাঙন। নদীর নোনা জল ঢুকে প্লাবিত এলাকা। বর্ষার আগে দক্ষিণ ২৪ পরগনার মৌশুনি দ্বীপে সল্ট ঘেরি এলাকায় বঙ্গোপসাগর ও চিনাই নদীর সংযোগস্থলে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা।

অমাবস্যার কোটালের জোয়ারের জলের তোড়ে নদী বাঁধ ভেঙে যায়। নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে এলাকার মধ্যে হু হু করে ঢুকছে নদীর নোনা জল। আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি স্থায়ী কংক্রিটে নদী বাঁধ নির্মাণের জন্য একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোন সূরা হয়নি।

প্রতিবছর নদী বাঁধ ভাঙন রোধ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাটির নদী বাঁধ তৈরি করা হয়। মাটির নদী বাঁধ বারবার ভেঙে যায়। বারবার বানভাসি হতে হয় এলাকার মানুষদের। নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত হয় চাষের ফসল।

অন্যদিকে এক চিত্র ফুটে উঠলো দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত নাদাভাঙ্গা এলাকায়। অমাবস্যার কোটালের জোয়ারের জলের তোড়ে ভেঙে যায় নাদাভাঙ্গা এলাকার নদী বাঁধ। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজনেরা। আতঙ্কের নদীর পাড়ে ভিড় জমিয়েছে এলাকার মানুষজনেরা।

এ বিষয়ে এলাকার এক বাসিন্দা প্রণতি মাইতি তিনি বলেন, প্রতিবছর বর্ষার আগে নদী বাঁধ ভেঙে যায় এ বছরও তার ব্যতিক্রম হয়নি বর্ষার আগে নাদাভাঙ্গা এলাকার নদী বাঁধ ভেঙে দিয়েছে। স্থায়ী কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eight =