নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: রাগের মাথায় ছেলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বাবা, এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটল। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার পিলখুড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা যায় মৃতের নাম পিন্টু ধারা, বয়স ৩২ বছর।
স্থানীয়দের মতে,পিন্টু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই ঝামেলা সৃষ্টি করতেন। এমনকি, নিজের স্ত্রীর সঙ্গেও তাঁর ঝামেলা ছিল এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সোমবার ধান মেলা কে কেন্দ্র করে পিন্টু ও তার বাবা, দশরথ ধাড়ার মধ্যে বচসা শুরু হয়।
অভিযোগ, পিন্টু তার বাবা দশরথকে বটি দিয়ে আঘাত করতে যান। তখন রাগান্বিত হয়ে দশরথ বাঁশ দিয়ে পিন্টুর মাথায় আঘাত করেন, সেই আঘাতে পিন্টু মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে।
দেওয়ানদিঘি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতের বাবা ও মাকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে।