নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: সেভেন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জামালপুর থানার পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ অভিযান চালিয়ে, আবুঝহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক আঝাপুর গ্রামের শেখ মুজিবর রহমানের বাড়ি থেকে একটি বেআইনি ৭ এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
অভিযুক্ত শেখ মুজিবর রহমানকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। জামালপুর থানায় তাঁর বিরুদ্ধে আর্মস অ্যাক্টের অধীনে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কি কারনে এইভাবে আগ্নেয় অস্ত্র রেখেছিল মুজিবর তা নিয়ে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।