নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। অনুব্রত মন্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদে তার উত্তর দিলেন কাজল শেখ।
কাজল শেখ কাজের পরিসংখ্যান তুলে ধরলেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন এই ধরনের মন্তব্য না করাই ভালো। তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি।
বীরভুম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
প্রসঙ্গত বীরভূম জেলা পরিষদে মেন্টর পদে আবারও একবার আজ যোগদান করলন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন কাজল শেখ।
একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে, ফের আমরা এক নম্বর হয়ে কেন্দ্রের পুরস্কার পাব।