নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর অঞ্চলে হিন্দু সনাতনীদের রোষ প্রকাশ পেল । কাশ্মীর এবং মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার খুন ও নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সরব হল বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ। সংগঠনের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল।
প্রতিবাদী মিছিলে স্লোগান উঠল — “হিন্দু নিধন বন্ধ করো”, “সনাতন ধর্মের উপর আঘাত চলবে না”। মিছিলের মূল দাবি ছিল দেশের ভিতরে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের নেতারা বলেন, ‘‘কাশ্মীর হোক বা মুর্শিদাবাদ, বারবার হিন্দুদের নিশানা করা হচ্ছে। প্রশাসন নীরব দর্শক। আমরা আর চুপ থাকবো না।’’ কোটাসুরের মানুষজন এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগদেন, গোটা এলাকা জুড়ে ছিল প্রতিবাদের জোয়ার।