নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই । এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হলো বিভাস অধিকারীকে। নিউটাউনের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিভাস অধিকারীকে।নিয়োগ দুর্নীতি মামলা ধৃত কুন্তল ঘোষর মুখে শোনা যায় বিভাস অধিকারীর নাম। আজ পুনরায় তলব করে সিবিআই দপ্তরে। বিভাস অধিকারী সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতিতে তার হাত দিয়ে কজনের চাকরি হয়েছে ? মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে বলেই জানা যাচ্ছে।
বিভাস অধিকারী জানালেন কিছু ডকুমেন্টস নেওয়ার আছে তাই তাকে ডাকা হয়েছে। কোটে কিছু বলতে হবে তার জন্যই তাকে ডাকা হয়েছে।