ধুপগুড়ি :: সবকিছু দেখেও না দেখার ভান করে আছে বাজার ব্যবসায়ী সমিতি এমনটাই দাবি ব্যবসায়ীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: বুধবার ৩০,এপ্রিল :: দুর্গন্ধে ব্যবসা করতে পারছেন না ব্যবসায়ীরা, নাকে কাপড় দিয়ে রাস্তায় চলতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষকে। অথচ সবকিছু দেখেও না দেখার ভান করে আছে বাজার ব্যবসায়ী সমিতি এমনটাই দাবি ব্যবসায়ীদের। কিন্তু কেন?

প্রশ্ন তুলছেন বাজার ব্যবসায়ীরা। অভিযোগ এই বিষয়ে দীর্ঘ সময় ধরে মৌখিকভাবে এবং লিখিত ভাবে জানালেও কাজের কাজ হয়নি কিছুই। তবে কি অকালে শীত ঘুমে ঘুমিয়ে রয়েছে বাজার ব্যবসায়ী সমিতি?আমরা কথা বলছি ধুপগুড়ি মহকুমার মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীরহাট বাজারের।

যেখানে গত বেশ কয়েক বছর আগে ২ লক্ষ টাকা ব্যয় কালীরহাট বাজারে তৈরি করা হয় শৌচালয়। কিন্তু সেই শৌচালয় বর্তমানে ব্যবহারের অযোগ্য। একদিকে যেমন তা পরিষ্কার করা হয় না অন্যদিকে, সবজি বাজার ব্যবসায়ী থেকে অন্যান্যরা সমস্ত আবর্জনা ফেলে দেয় সেই শৌচালয়ের পাশে।

অন্যদিকে শৌচালয়ের পাশেই থাকা মিষ্টির দোকান থেকেও নোংরাজল ফেলা হয় সেখানে এমনটাই অভিযোগ বেশ কিছুই ব্যবসায়ীর। যার ফলে একদিকে শৌচালের বাইরে শৌচ কর্ম এবং অন্যদিকে সমস্ত নোংরা আবর্জনা পৌঁছে গিয়ে দুর্গন্ধ তৈরি হচ্ছে। বাজারের পাশেই স্কুল, অভিযোগ স্কুল পড়ুয়াদেরও নাকে রুমাল দিয়ে স্কুলে যেতে হয়।

এই নোংরা থেকেই ছড়িয়ে যেতে পারে নানান ধরনের রোগ। প্রায় কয়েক মাস ধরেই সমস্যা দেখা দিল সমাধানের দিকে নজর দেয়নি বাজার ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কৃষ্ণ ঘোষ বলেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

তবে এখন প্রশ্ন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির দায়ী কে? কেন পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছে না বাজার ব্যবসায়ী সমিতি? নাকি শুধু নামেই সমিতি কাজের কাজ কিছুই হয় না? প্রশ্ন ব্যবসায়ীদের কিন্তু উত্তর অধরা। এখন দেখার বিষয় খবর দেখার পরও নড়েচড়ে বসছে কিনা বাজার ব্যবসায়ী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 18 =