নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৩০,এপ্রিল :: অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি।
এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে, এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দিরে বুধবার দুপুরে ভক্তের সমাগম এবছরেও চোখে পড়ার মতন ছিল। বছর শুরুর প্রথমে পহেলা বৈশাখের পরবর্তীতে
অক্ষয় তৃতীয়াতে ব্যবসাদারেরা তাদের সারা বছরের খাতা পুজো দিতে ও লক্ষী গণেশের সঙ্গে নিয়ে এদিন মা কালীর মন্দিরে আসেন সেখানে স্বস্তিক দ্বারা আগামী দিনে ব্যবসার মঙ্গল কামনার্থে প্রার্থনা করে পুজো দিয়ে যান,