নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১,মে :: পূর্ব বর্ধমান জেলার বাজে প্রতাপপুর পশ্চিম পাড়ায় প্রশাসনের তৎপরতায় বন্ধ করলো বুধবার এক নাবালিকা কিশোরীর বাল্য বিবাহ।
বর্ধমান মহিলা থানা ও বর্ধমান সদর থানার পুলিশ, চাইল্ড লাইন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বর্ধমান সহযোদ্ধা’-র যৌথ প্রচেষ্টায় এই বিয়ে বন্ধ করা সম্ভব হয়।
প্রশাসনিক এই পদক্ষেপ সমাজে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। চাইল্ড লাইনের কর্মী জল্পা বিশ্বাস জানান,
“আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এই এলাকার এক যুবক বীরভূম থেকে একটি নাবালিকা মেয়েকে নিয়ে এসে বিবাহের আয়োজন করছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছাই এবং দেখি ঘটনাটি সত্যি।
এরপর মেয়েটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে”। অভিযানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আধিকারিক, সদর থানার পুলিশ কর্মী ও চাইল্ড লাইনের সদস্যরা।