নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১,মে :: এক লরি চালক এর থেকে টাকা ছিনতাই এর অভিযোগ।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসায়।আজ দুপুরে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন ওই লরি চালক।শেখ রিয়াজুল নামের ওই চালক জানিয়েছেন,বর্ধমান থেকে তিনি লরিতে চাল বোঝাই করে আসানসোল যাচ্ছিলেন।
কাল গভীর রাতে তিনি ১৯নম্বর জাতীয় সড়কের ধারে বিরুডিহায় প্রাতঃকৃত্য করতে গাড়ি থেকে নামেন।তখন দুই দুস্কৃতি মুখে কাপড় বেঁধে তাকে অস্ত্র দেখিয়ে তার মোবাইল ছিনতাই করে।
তার কাছে থাকা ৩হাজার টাকা ও গাড়ির ভিতরে থাকা গাড়ি মালিকের ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।কাঁকসা থানায় অভিযোগ জানান ওই চালক।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।