মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ফের মেধা তালিকায় উজ্জ্বল পূর্ব বর্ধমান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২,মে :: মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ফের মেধা তালিকায় উজ্জ্বল পূর্ব বর্ধমান। এই জেলাকে গর্বিত করেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সেলিম, যিনি রাজ্যজুড়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। তার প্রাপ্ত নম্বর ৬৯২।

ফল প্রকাশের পর আনন্দে উদ্বেল সেলিম জানিয়েছে, “আমি ওয়েবসাইটে দেখে জানতে পারি যে আমি রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছি। খুবই ভালো লাগছে।” পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে।

সেলিমের এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার বইছে পরিবার, স্কুল এবং কেতুগ্রাম এলাকাজুড়ে। শিক্ষকদের দাবি, সে বরাবরই পড়াশোনায় মেধাবী ও মনোযোগী। কঠোর পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাসই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

কলকাতার তুলনায় একাধিক জেলা স্কুলের ছাত্রছাত্রীরা এ বছর মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে, যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার উপস্থিতি উল্লেখযোগ্য। মোঃ সেলিম সেই ধারাই আরও দৃঢ় করল। তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ইচ্ছেশক্তি দেখেই শিক্ষকরা আশাবাদী, আগামী দিনেও সে রাজ্যের গর্ব হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =