রাজ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে প্রত্যন্ত এলাকায় সাড়া ফেলে দিয়েছে চৌধুরী মোহাম্মদ আসিফ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারপুকুর :: শুক্রবার ২,মে :: রাজ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে প্রত্যন্ত এলাকায় সাড়া ফেলে দিয়েছে চৌধুরী মোহাম্মদ আসিফ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। কামারপুকুর রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুলের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফ। বাবা প্রাইভেট টিচার। মা হাউস ওয়াইফ।

মুসলিম হয়েও রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদার আদর্শে তাদের ছেলেকে নিয়মানুবর্তিতার পাঠ শেখাতে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছিলেন বলে জানিয়েছেন আসিফের বাবা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে ভালোবাসে আসিফ।

গ্রামে মাটির বাড়ি একান্নবর্তী পরিবারে বসবাস।  গোঘাটের প্রত্যন্ত এলাকা শাওড়া গ্রাম পঞ্চায়েতের আমডোবা গ্রামের বাসিন্দা আসিফ।

দরিদ্র পরিবারের ছেলে আসিফ জানিয়েছে,যেকোন পেশাই সম্মানের।তাই পড়া শোনা করে সে মানুষ হতে চায়। আর মিশনে পড়ার উদ্দেশ্যই হল চরিত্র গঠন করা। এই রেজাল্টের থেকেও সে খুশি হয়েছিল যে দিন রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পেয়েছিল। তাই সে আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =