নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২,মে :: মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলো কোচবিহারে তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের ছাত্র দেবাংকন দাস। তার প্রাপ্ত নাম্বার ৬৮৭ । তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে তার বাড়ি ।
বাবা নিবারণ দাস ও মা জয়ন্তী দাস। বাবা একজন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন দুর্ঘটনায় তার মৃত্যু হয় তখন থেকেই মা কষ্ট করেই ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে।