নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২,মে :: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে নবম স্থান অর্জন করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মুখ উজ্জ্বল করলো পরমব্রত মন্ডল। বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র পরমব্রত পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
ফল প্রকাশের পর পরমব্রত জানায়, পরীক্ষা ভালো হয়েছিল ঠিকই, তবে রাজ্যস্তরে স্থান পাবে এমনটা ভাবেনি। সাফল্যে খুশি হলেও বিনয়ী ভঙ্গিতেই নিজের অনুভব প্রকাশ করেছে সে।
শুধু পড়াশোনাই নয়, গান গাওয়াতেও পরমব্রতের আগ্রহ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চাও চালিয়ে যাচ্ছে সে। ভবিষ্যতে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় এবং সায়েন্সের জগতেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চায়।
পরমব্রতের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকারা ও সহপাঠীরা গর্বিত। স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরমব্রত একাগ্র ও মেধাবী ছাত্র। তার এই সাফল্যে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের গৌরব আরও এক ধাপ বাড়লো।