ইংরেজি পরীক্ষার দিনই আমার দাদু মারা গেল – একেবারে ভারাক্রান্ত মন নিয়ে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে গেলাম অনেকটা মানসিক চাপ ছিল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শনিবার ৩,মে :: রেজাল্ট আরো একটু ভালো হতে পারতো। ইংরেজি পরীক্ষার দিনই আমার দাদু মারা গেল। একেবারে ভারাক্রান্ত মন নিয়ে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে গেলাম অনেকটা মানসিক চাপ ছিল। যার প্রভাব পড়ে ইংরেজি পরীক্ষাতে। নইলে রেজাল্ট আরো ভালো হতে পারতো

এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করল ফালাকাটা হাই স্কুলের দুই মেধাবি ছাত্র। তারা হলেন আশুতোষ পল্লীর আঞ্চ দে, সুভাষপল্লীর দেবাগ্র দাস দুজনেই বেশ ভালো বন্ধু। পরীক্ষার আগে একে অপরকে ভীষণভাবে সাহায্য করেছে। আঞ্চ দে র বাবা হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী মা ও মা গৃহবধূ।

                                                       রাজ্যে ষষ্ঠ আশুতোষ পল্লীর আঞ্চ দে

দেবার্ঘ দাসের বাবা ওষুধের ব্যবসায়ী মা স্বাস্থ্যকর্মী। দুজনেই ফালাকাটা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই গোটা ফালাকাটা জুড়ে হইচই পড়ে গিয়েছে দেবাগ্র এবং আঞ্চ কে নিয়ে। হইচই মাতামাতি ফালাকাটায় হবেই না বা কেন?

মাধ্যমিকে এত ভালো রেজাল্ট এর আগে হয়তো ফালাকাটায় হয়নি। আমরাও কোন অংশে কম নই যা প্রমাণ করেছে ফালাকাটার এই দুই মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিমুহূর্তে বাড়িতে প্রবেশ করছে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। প্রতিবেশী পরিজনেরা শুভেচ্ছা জানাতে ভিড় করছেন বাড়িতে। যা দেখে খুবই আপ্লুত এই দুই পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =