নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শনিবার ৩,মে :: রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামের দাসপাড়ায় রাতে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় কৃষক খোকন দাসের বাড়ি থেকে চুরি হয়ে যায় দুটি গরু। গভীর রাতে, ঘুম ভেঙে খোকনবাবু দেখতে পান গরুগুলি গোয়ালঘর থেকে উধাও।
খোকনবাবুর পরিবার সূত্রে জানা গেছে, গরু দুটি প্রতিদিনের মতোই বেঁধে রাখা হয়েছিল। রাত আনুমানিক দু’টো নাগাদ গোয়ালঘরে গিয়ে দেখা যায়, গরু দুটি নেই। বাজারদর অনুযায়ী, গরু দুটির মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা।
চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে একটি অতীত ঘটনা। খোকনবাবুর দাবি, কিছুদিন আগে মাঠে চাষের সময় অচেনা দুই ব্যক্তি এসে গরুগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। স্থানীয়দের অনুমান, পরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে খোকন দাস তাদের সনাক্ত করতে পারেননি।
এদিকে গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কৃষকদের একাংশের বক্তব্য, এর আগেও আশেপাশের গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে।
রামপুরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শুরু হয়েছে। চোরদের খুঁজে পেতে তৎপর পুলিশ প্রশাসন।