নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩,মে :: হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি নজরে এল মালদার মানিকচকে।
জানা গেছে, মানিকচকের করিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস। তাই হিন্দু-পরিবারের সুখ-দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ। সেই ছবিই ধরা পড়ে এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে।
করিয়া সুলতানপুর এলাকার যুবক দীনেশ সাহা চোখে ঠিকমতো দেখতে পেত না। সেই যুবকই পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যাওয়া হয়।
আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে, এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ। তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে, তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটের শাশানের উদ্দেশ্যে যান। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের করিয়া সুলতানপুর গ্রামে।