মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকারী দুই ছাত্রকে সংবর্ধনা রামপুরহাট থানার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ৪,এপ্রিল :: এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে বীরভূম জেলার রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যালয়ের দুই ছাত্র—অরিজিৎ মন্ডল ও স্পন্দন মৌলিক।

রামপুরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিজিৎ মন্ডল এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্পন্দন মৌলিকের এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা এলাকা। এই দুই কৃতী ছাত্রকে সংবর্ধনা জানাল রামপুরহাট থানার পুলিশ।

রামপুরহাট থানার পক্ষ থেকে এসআই মহঃ মিকাইল মিয়া ও এসআই অভিষেক হালদার তাদের হাতে পুষ্প স্তবক তুলে দেন। ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান উপস্থিত পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 18 =