নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৪,এপ্রিল :: রেলের জবরদখল উচ্ছেদ অভিযান মালদহে। রেলের জয়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ, বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতির অফিসে চললো বুলডজার।
দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ এখন জেলে,রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রেলের একাধিক জায়গায় বুলডোজার। ঝলঝলিয়া এলাকায় উত্তেজনা। দেড়শো-রও বেশি অবৈধ জবরদখল চিহ্নিত করে নোটিশ রেলের। ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান। গোলমাল এড়াতে বিপুল পরিমাণ আরপিএফ এবং পুলিশ মোতায়েন।