নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: রবিবার ৪,এপ্রিল :: বিশেষ সূত্র মারফত পুলিশ জানতে পেরে সীমান্তবর্তী গুন্ডরাজপুর গ্রাম থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেফতার করে গতকাল রাত্রে।
পুলিশ সূত্রে জানা যায় আল-আমিন হোসেন মোড়ল ও আবু রায়হান মোড়ল তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়।পাশাপাশি নাবালিকা অপহরণের অভিযোগে অভিজিৎ বিশ্বাস নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে তার বাড়ি স্বরূপ নগর থানার হরিশপুর এলাকায়।
অন্যদিকে হঠাৎগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মারামারির অভিযোগে পুলিশ গতকাল রাত্রে শাহরুখ মন্ডল ওরফে বাপ্পা নামে স্বরুপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের বাংলানি গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে আজ অভিযুক্ত চারজনকে স্বরূপনগর থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।