মনের অদম্য ইচ্ছা শক্তিকে সম্বল করে সংগ্রামের মাঝে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে হাসান রাজা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: সোমবার,৫মে :: মাধ্যমিক পরীক্ষার প্রাক মুহূর্তে বাবা ও দাদুর মৃত্যু হওয়ায় মাধ্যমিকে পাশের আশা ছেড়ে দিয়েছিল বাড়ির সকলে। তার মধ্যেই মনের অদম্য ইচ্ছা শক্তিকে সম্বল করে সংগ্রামের মাঝে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে হাসান রাজা।

মাধ্যমিকে রাজ্যে প্রথম ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নাককাটি গ্রামের হাসান। রামগঞ্জ এলাকার মাদারিপুর হাই স্কুলের ছাত্র । মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর হলো ৫৯৬। আশা ছিল আরো ভালো ফল করার পরীক্ষার প্রাক মুহূর্তে বাবা ও দাদুর মৃত্যুতে মন ভেঙ্গে যায়।

বাবার স্বপ্ন ছিল ডাক্তারি পড়ানোর কিন্তু বর্তমানে বাড়ির আর্থিক সংকটের কারণে হয়তো বাবার স্বপ্ন পূরণ করতে পারবে না পরিবার। তবে হাসানের স্বপ্ন আলাদা, বর্তমানে যখন মাধ্যমিকে ভালো ফল করার পর ছাত্র-ছাত্রীরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার কেউবা আবার শিক্ষক হবার স্বপ্ন দেখে, হাসান রাজা কিন্তু দেশের জন্য ভারতীয় নৌবাহিনীতে যাওয়ার স্বপ্ন দেখে।

মা রোকিয়া বানু ছেলের স্বপ্ন পূরণ করার সর্বতোভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন। প্রশাসনের কাছে সহযোগিতার আরজি জানিয়েছেন গ্রামের মানুষ। হাসানের মাধ্যমিকে ভালো ফল দেখে সবাই খুশি হলেও তারা জানান খুব কষ্টের মধ্যেই দিন যাপন করে মাধ্যমিকে খুব ভালো ফল করেছে।

বর্তমানে পরিবারের উপার্জন করার কোন লোক নেই। বাবার বড় ছেলে হাসান রাজা পড়াশুনা কিভাবে করবে? না সংসারের দায়ভার সামলাবে? এতেই চিন্তিত গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =