নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: সোমবার,৫মে :: পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কিকে লক্ষ্য করে হওয়া শুটআউট কাণ্ডে বড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন পলাতক থাকা মূল অভিযুক্ত সনাতন মারিয়াকে গ্রেফতার করা হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকুড় জেলার মহেশপুর থানার অন্তর্গত ডুমুরঘাটি গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার একটি বিশেষ টিম।
অভিযুক্তকে রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে পাঠান।
এ প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, “তদন্তের প্রয়োজনে এবং অস্ত্র ও ষড়যন্ত্রের নেপথ্য সন্ধানের জন্য সনাতন মারিয়ার ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।”
এই ঘটনার তদন্তে গতি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি প্রশ্ন উঠছে—এ ধরনের শুটআউট কাণ্ডের পেছনে আরও কারা জড়িত, তাদের খোঁজে তৎপরতা বাড়িয়েছে রামপুরহাট থানার পুলিশ।