নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার,৫মে :: মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সুইমিং পুল। ফিল্টার মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল।
সেই সুইমিং পুলে সঙ্গী সাথীদের নিয়ে সাঁতার কাটলেন ইংরেজবাজার পৌরসভা তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
সঙ্গী সাথীদের নিয়ে সুইমিং পুলের জল পরিষ্কার রয়েছে কিনা তা দেখার পাশাপাশি নিজে সুইমিং পুলে নেমে সাঁতার কাটেন। কৃষ্ণেন্দু বাবু বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুইমিংপুল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে।
ফিল্টার মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল। রেজিস্ট্রেশন করে সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন সাধারণ মানুষ। শরীর সুস্থ রাখতে সাঁতার কাটা প্রয়োজন, তাই সকলকে তিনি সুইমিং পুলে সাঁতার কাটার জন্য আহ্বান জানান।