নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বুধবার ৭,মে :: রাজনগর থানার আবাদনগরে খামারে থাকা চারটি খড়ের পালুই আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ জানা গিয়েছে, আবাদনগরের বাসিন্দা পীতম্বর ঘোষের নিজের দুটি পালুই ও ভাগের দুটি পালুই মোট চারটি পালুই আগুনে পুড়েছে৷ রাত্রে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ৷
এবিষয়ে পীতম্বর বাবু রাজনগর থানায় লিখিত ভাবে জানিয়েছেন এমনটাই তাঁর পরিবারের সদস্যর সঙ্গে কথা বলে জানা গিয়েছে৷ রাত্রে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে বাড়ির লোকেরা ও বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন৷ বেশ কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ গ্রামবাসীদের তৎপরতায় ও সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়৷
বাড়ির সদস্য ও বাসিন্দাদের একাংশের অনুমান, কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে৷ এই পালুইগুলি থেকে সামান্য কিছুটা দূরত্বে থাকা পালুইএ অবশ্য আগুন লাগেনি৷ ফলে অনেকের সন্দেহ, কে বা কারা এই দুষ্কর্মটি করেছে ৷ পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত হোক এবং দোষীদের শাস্তির দাবিও জানান কেউ কেউ৷