সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৮,মে :: কিছুদিন আগে শহর জুড়ে বাড়ছিল টোটোর দৌরাত্ম্য, ট্রাফিক পুলিশের থেকে শহরে যানজট মুক্ত করতে টোটো গুলিকে নির্দিষ্ট রুটে ভাগ করে দেওয়া হয়। এরকম উদ্যোগে শহর যানজট মুক্ত হবে এই উদ্দেশ্য নিয়ে এরকম উদ্যোগ করা হয়।
কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রুট অনুযায়ী টোটো যাতায়াত করছে না, এক রুটের টোটো অন্য রুটে চলে যাচ্ছে। এদিন ভেনাস মোড়ে ট্রাফিক পুলিশের তরফ থেকে এই নিয়ে একটি সতর্ক করা হয়। বে রুটের টোটো গুলিকে সচেতন করা হয় তারা যেন রূট অনুযায়ী চলাচল করে।