নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: বৃহস্পতিবার ৮,মে :: -রাজ্য এসটিএফ বড়সড় সাফল্য পেল। আটটি বেআইনী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক অস্ত্র কারবারী।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালায় রাজ্য এসটিএফের টিম। ধৃত অস্ত্র কারবারীকে জেরা করে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছে এসটিএফ কর্তারা।