নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: বৃহস্পতিবার ৮,মে :: মালদা জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে হবিবপুর থানার বুলবুলচন্ডী ঘোরা স্যান্ডে সেফ ড্রাইভ সেভ লাইফ সমাজ সচেতনা মূলক কর্মসূচি অনুষ্ঠান হল বৃহস্পতিবার বিকেলে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এ এস আই দিলীপ চন্দ্র মন্ডল,এলাকার বিশিষ্ট ব্যক্তি রাজীব ডাগা,স্বপন সরকার, বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মন্ডল, সহ হবিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার ও এলাকার গাড়ি চালক, টোটো চালক সহ সাধারণ মানুষ।
সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে মানুষ সচেতন করা হয়।প্রশাসনের তরফে যানবাহন চালক সহ টোটো চালকদের সচেতন করা হয় যেমন হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, বাইক আরোহীরা জোরে বাইক চালাচ্ছে,এছাড়াও গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরে গাড়ি চালানোর জন্য জানানো হয়।
পথ দুর্ঘটনা কমাতে এই সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যোগে
এমন উদ্যোগ গ্রহণ করা হয় ।