নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামাখ্যাগুড়ি :: রবিবার ১০,মে :: মহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ (কুমারগ্রাম জোন) এর উদ্যোগে আয়োজিত হল “কবি প্রণাম” কর্মসূচি। স্থানীয় কামাখ্যাগুড়ি স্টেশন চৌপথিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। এরপর পরিবেশিত হয় কবিগুরুর রচনাকে কেন্দ্র করে নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। স্থানীয় শিল্পী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথ শুধুমাত্র এক কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। তাঁকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে অনুষ্ঠান ঘিরে দেখা যায় যথেষ্ট আগ্রহ। সাংস্কৃতিক চর্চার এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখার বার্তা দেন সংগঠনের সদস্যরা। এই “কবি প্রণাম” অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেল এক অনন্য সাংস্কৃতিক আবহে।