নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ১০,মে :: ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন।বিভিন্ন জায়গার পাশাপাশি মাথাভাঙ্গাতেও দিনটি উদযাপন হলো সাড়ম্বরে।তবে এদিন অভিনব কায়দায় মাথাভাঙ্গা শহরে উদযাপন হয় রবীন্দ্র জয়ন্তী। গত বছরের মতো এবছরও সহস্র কন্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠানের আয়োজন করা হয় মাথাভাঙ্গাতে।
মাথাভাঙ্গা শহরের নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে হয় এই কর্মসূচি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গলা মেলায় সহস্র কন্ঠ।এদিন প্রথমেই পেহেলগাওয়ে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন হয় তারপর বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর অবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ হয়।
সংগঠনের তরফে সুভাশিষ পাল জানান রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মাথাভাঙ্গার সঙ্গীত এবং সংস্কৃতি মনস্ক মানুষ দ্বারা। এবছর দ্বিতীয়তম বর্ষ।
গত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ৫ টি গান গাওয়া হয়েছিল এবছর ৮ টি গান সাথে আবৃত্তি হয়। মাথাভাঙ্গা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকেও বিভিন্ন সঙ্গীতপ্রেমী মানুষ আজ অংশগ্রহণ করে বলেও জানান তিনি।