আলোর অভাবে ঐতিহ্য হারাচ্ছে কোটাসুরের মদনেশ্বর মন্দির চত্বর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: রবিবার ১১,মে :: আলোর অভাবে অন্ধকার হতে বসেছে মদনেশ্বর শিব মন্দির। বীরভূমের ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দির কে কেন্দ্র করে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী, আর সেই মন্দির আলোর অভাব স্পষ্ট।

উল্লেখ্য বেশ কয়েক বছর আগেই বিধায়কের তহবিল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ময়ূরেশ্বর বিধায়কের তহবিল থেকে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে বড় পোলের উপর বসানো হয়েছিল আলো ।

তবে বছর চার-পাঁচ পেরোতে না পেরেতেই একে একে বন্ধ হতে বসেছে সেই আলোগুলি যার ফলে সন্ধ্যা নামতেই মন্দির চত্বর জুড়ে অন্ধকার নেমে আসে। যে কারণে বহু দূর দূরান্তের দর্শনার্থীরা সন্ধ্যার পর এই ঐতিহ্যবাহী মন্দির এসে পৌঁছালে আলোর অভাবে সমস্যার সম্মুখীন হন বলে জানা যায় ।

মূলত এই মন্দির চত্বরেই রয়েছে দেবী কুন্তীর প্রদীপ, বক রাক্ষসের হাটু সহ বিভিন্ন পৌরাণিক জিনিস। যার টানে বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে ছুটে আসেন বহু পূর্ণার্থীরা। তবে যদি কোন পুর্নার্থীরা সন্ধ্যার পর এই মন্দিরে এসে পৌঁছান তবে আলোর অভাবে সমস্যার সম্মুখীন হন তারা। তবে গ্রামবাসীর দাবির আশ্বাস দিয়েছেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + fourteen =