নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১১,মে :: আদিবাসীর জায়গা দখল করে বাগান করার অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবপুরীর সংলগ্ন বাগানে। শনিবার দুপুরে বাহামনী হাঁসদা নামের এক তরুণীকে দেখা যায় জনা চল্লিশেক আদিবাসী কে নিয়ে দেবপুরীর সামনে হাজির হতে।
বাহামনীর বক্তব্য যে সেখানে তিনটি দাগে তার দাদু বিজয় মাড্ডির জায়গা রয়েছে, যার দুটি দাগ দখল করে জনৈক সুশান্ত রায় ও তার পরিবার বাগান করে রেখেছে। সম্প্রতি দাদু বিজয় মার্ডি গত হওয়ায় বাহামনি ও তার পরিবার জায়গা দেখতে এসে জমি দখলের ঘটনা জানতে পারে।
এরপরই তারা রায়গঞ্জের সিভিল জাজ জুনিয়র ডিভিশনে মামলা দায়ের করে এবং ইনজাংশন পেয়ে যান। অন্যদিকে সুশান্ত রায় জানান তারা এই জমিটি ১৯৮৮ সালে অর্থাৎ ৩৭ বছর আগে কিনেছেন জনৈক সুশীল চন্দ্র লাহিড়ী ও ভবেশ চন্দ্র লাহিড়ীর কাছ থেকে। লাহিড়ীরা ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়েই ওই জমিটি কিনেছিলেন আদিবাসী বিজয় মার্ডির কাছ থেকে।
দীর্ঘদিন ধরে এখানে তারা বাগান করে আসছেন এখন সীমানা চারিপাশে প্রাচীর দিতে গিয়েই বিপত্তি বেধেছে। কোর্ট স্ট্যাটাসকো বজায় রাখতে বলেছে ও দশ দিন সময় ধার্য করে দিয়েছে উপযুক্ত নথি পেশ করার।
ওই প্রসঙ্গে এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম অধিকারী বলেন যেহেতু কোর্ট ম্যাটার হয়ে গেছে সুতরাং কোর্টের রায় মানতে হবে, এখানে অন্যরকম হস্তক্ষেপ করা যাবে না।