নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১১,মে :: গত বুধবার রাতে পাকিস্তানের আকাশ সীমা থেকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এই হামলা প্রতিহত করতে ভারতীয় বিমানবাহিনী তাদের অত্যাধুনিক এস-৪০০ “সুদর্শন চক্র” বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। পাকিস্তানের এই হামলা ভারতের “অপারেশন সিন্দূর”-এর জবাবী পদক্ষেপ বলে জানা গেছে।