নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১১,মে :: এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কলকাতার এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক তৈরি করেছে।“টেস্ট অ্যান্ড বাইট” নামের একটি কেকের দোকান “সুদর্শন মিসাইল”-আকৃতির কেক এবং “অপারেশন সিন্দূর”-এর আদলে মিসাইল-সজ্জিত কেক বিক্রি করছে, যার দাম প্রায় ৮,০০০ টাকা। দোকানের মালিক জানান, “এটি বিক্রির জন্য নয়, বরং আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।”