নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: রবিবার ১১,মে :: ভরা গ্রীষ্মতে পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষজন। ঠিক সেই রকমই এক চিত্র উঠে এলো, যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপুলগ্রাম বাসস্ট্যান্ডে রয়েছে একটি কল আর সেই কল অকেজ অবস্থায় কয়েক বছর ধরে পড়ে আছে।
তার পাশে বড় বড় লতায় ঢেকেছে কল চত্বর। মূলত এই বাস স্ট্যান্ড থেকে গ্রামের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার কিন্তু এই পেপুলগ্রামের মানুষজন যখন বাস বা টোটো অটো ধরতে বাসস্ট্যান্ডে এসে পৌঁছান কিন্তু তাদের জল পিপাসা পেলে পানীয় জলের সমস্যা দেখা দেয়।
ওই বাসস্ট্যান্ডে মূলত কয়েক দশক আগেই পেপুল গ্রাম বাসস্ট্যান্ডে প্রতীক্ষালয়ের পিছনেই বসানো হয়েছিল একটি পানীয় জলের কল। কিন্তু সেই কল বেশ কয়েক বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ।
ঠিক একইভাবে ভগ্নদশা নিয়েছে পেপুল গ্রাম বাসস্ট্যান্ডেই যাত্রী প্রতীক্ষালয়, সেই কল ও প্রতীক্ষালয় দ্রুত সারিয়ে তোলার দাবিতে মুখ খুললেন পেপুল গ্রামের বাসিন্দারা তাঁরা জানিয়েছেন পানীয় জলের অভাবে সাধারণ যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শনিবার বৈকালে দক্ষিণগ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এক সপ্তাহের মধ্যেই কল সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।