নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১১,মে :: দেশপ্রেমের এক অনন্য নিদর্শন হিসেবে কলকাতার হগ মার্কেটের জি-২১ শাড়ির দোকানে একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়ি প্রদর্শিত হচ্ছে। এই শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি, সিতার এবং ভারতের বিভিন্ন স্থাপত্যিক নিদর্শন।
এছাড়াও শাড়িতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দূরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে, যা সাম্প্রতিক সেনা অভিযানকে সম্মান জানাচ্ছে।