নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১১,মে :: এই শাড়ির ডিজাইনার চাহাত এসরানি, যিনি তার ভাইয়ের সাথে এই দোকানের মালিক, মাত্র দুই দিনেই এই জটিল নকশা সম্পন্ন করেছেন। দোকান মালিকরা জানিয়েছেন যে এই শাড়িটি বিক্রি করা হবে না,
বরং এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে—সীমান্তে যুদ্ধরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে। এই যুদ্ধকালীন সময়ে, এই উজ্জ্বল শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের সাক্ষ্য দিচ্ছে, যা জাতির প্রতিরক্ষা শক্তিকে আরও সুদৃঢ় করে।