মাধব মন্ডল :: সংবাদ প্রবাহ :: মালদা :: কৃষকদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মালদহের হরিশ্চন্দ্রপুরে ২ নাম্বার ব্লক পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধক্ষ মহ: মনিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের সুবাদে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহের এস এস কে বিদ্যালয়ে আর একটি সরকারি সহায়ক মূল্যের ধান ক্রয় কেন্দ্রের ফিতে কেটে শুভ উদ্বোধন হলো বুধবার।উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে অন্তর্গত মোট ৯ টি গ্রাম পঞ্চায়েত কিন্তু সরকারি সহায়ক মূল্যের ধান ক্রয় কেন্দ্র ছিলো মাত্র একটি।সেটি ছিল হরিশ্চন্দ্র পুরের খন্তাতে।তবে সরকারি ধান ক্রয় কেন্দ্রে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হতো মশালদহ, দৌলতপুর,ভালুকা ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের।তবে আর দুর্ভোগ নয় এবার চারটি গ্রাম পঞ্চায়েতকে আলাদা করে সরকারি ধান ক্রয় কেন্দ্র করে দিলেন রাজ্য সরকার।
উপস্থিত ছিলেন চাঁচল মহকুমায় খাদ্য নিয়ামক রাজদীপ মেহেতা, হরিশ্চন্দ্র পুর ২ নাম্বার ব্লকের বিডিও বিজয় গিরি,জেলা পরিষদের কর্মাধক্ষ মর্জিনা খাতুন, পঞ্চায়েত সমিতি ২ ব্লক সভাপতি জুবেদা বিবি, পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধক্ষ মনিরুল ইসলাম,মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবী বুলবুল খান, জম্মু রহমান,হজরত আলী,মোহন মুসদ্দী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি উদ্বোধন অনুষ্ঠানে এসে রেজিস্ট্রেশনের দিন ঘোষণা করেন।চলতি মাসের ২ তারিখ দৌলতপুর অঞ্চল, ৩ তারিখ মশালদহ অঞ্চল, ৪ তারিখ ভালুকা অঞ্চল গুলো রেজিস্ট্রেশন করতে পাবেন।