নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইন্দাস :: সোমবার ১২,মে :: বাঁকুড়ার ইন্দাস ব্লকের শিমুলিয়া দশরথবাটি গ্রামে যুগ যুগ ধরে চলে আসা এক ব্যতিক্রমী ঐতিহ্য আজও অক্ষুন্ন। এই গ্রামে হিন্দু-মুসলমান সম্প্রীতির এক অসাধারণ নিদর্শন গড়ে উঠেছে পীরবাবার মাজারকে ঘিরে।
এই মাজারের আর্শীবাদ নিয়েই নবদম্পতি প্রবেশ করেন গৃহে। গ্রামীণ সমাজে এই প্রথা শুধুমাত্র ধর্মীয় সহনশীলতার নিদর্শন নয়, বরং এক যুগান্তকারী বার্তাও বহন করে। সম্প্রতি এই গ্রামেরই পাত্র সুব্রত মেদ্দা ও পাত্রী পুজা মেদ্দার বিয়ের পরেও পালিত হয়েছে সেই পরম্পরা।
নতুন জীবনের শুরুতে তারা গিয়েছিলেন মাজারে সিন্নি খেতে। বিশ্বাস করা হয়, পীরবাবার আশীর্বাদে দাম্পত্য জীবন মঙ্গলময় হয়। এই ঘটনায় গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ যেমন আনন্দিত, তেমনই গর্বিত এই ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে।
এই দুই গ্ৰামের এই নিয়ম বহু প্রাচীন। পীরবাবার মাজারে নব দম্পতির সিন্নি না খেলে বিয়ে যেন সম্পূর্ণ হয় না,” — বললেন গ্রামের এক প্রবীণ বাসিন্দা।