আজ বুদ্ধপূর্ণিমা, গৌতম বুদ্ধের ২৫৬৯ তম জন্ম দিবস উদযাপন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১২,মে :: আজ বুদ্ধ পূর্ণিমা , গৌতম বুদ্ধের জন্ম দিবস। আজকের দিনেই গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেক বছরের মতো এ বছরেও মহা ধুমধাম করে গৌতম বুদ্ধের জন্ম দিবস উদযাপন করা হচ্ছে বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রমে।সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। বৌদ্ধ পতাকা উন্মোচন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর চলে পুজো পাঠ। দূর দূরান্ত থেকে প্রত্যেক বছরের মত এ বছরও অগণিত ভক্ত এসেছেন এই আশ্রমে।

পাশাপাশি আগত ভক্তদের জন্য দিপ্রাহরিক আহারেরও ব্যবস্থা করা হয়। গতকাল অর্থাৎ রবিবার দিন গৌতম বুদ্ধের জন্ম দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =