নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১২,মে :: আজ বৈশাখী পূর্ণিমা, মাতা গন্ধেশ্বরীর পূজো হয় বৈশাখী পূর্ণিমায়। মাতা গন্ধেশ্বরী হলেন দেবী দুর্গার আরেক রূপ। বাহন সিংহ তিনি দেবী দুর্গার মত মহিষাসুরমর্দিনী। শিলিগুড়িতে হাকিমপাড়ার বণিক বাড়ির গন্ধেশ্বরী পূজো এবার ২৬ তম বর্ষে পদার্পণ করল।
এই প্রসঙ্গে জানা যায় এই পুজো একদিনে হয়ে থাকে। চার ঘন্টার বেশি সময় ধরে চলে পুজো। দুর্গা পূজার মতো চার দিন ধরে নয় একদিন এই সম্পূর্ণ পুজো সমাপ্ত হয়।
মূলত গন্ধ বণিকরা এই পুজো করে থাকেন। যে সমস্ত সামগ্রীতে গন্ধ আছে যেরকম মসলা পাতি, প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা পাশাপাশি আরো কিছু ব্যবসায়ীরা এই পুজো করে থাকেন।
আগে ময়ূরপঙ্খী করে বাণিজ্য করতে যেতেন বণিকরা। সে সময় প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন রকম বাধা-বিপত্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা শুরু করেছিলেন গন্ধেশ্বরী পুজো।
তাদের বিশ্বাস সমস্ত রকম প্রতিকূলতা থেকে মা গন্ধেশ্বরী তার ভক্তদের রক্ষা করেন। এদিন সকাল থেকেই দেখা যায় বনিক বাড়িতে গন্ধেশ্বরী পূজা উপলক্ষে ভক্তদের সমাবেশ হয়েছে এবং ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো।