‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল সইব না’, জাতির উদ্দেশ্যে বললেন মোদিজী – এবার কথা হবে আমাদের কাশ্মীর নিয়ে

কলকাতা  :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ  :: সোমবার ১২,মে :: নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না আমাদের এই ভারতবর্ষ। জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের এই অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি তিনি সরাসরি জানিয়ে দেন আগামীতে পাকিস্তানের সঙ্গে একমাত্র সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মিীর ফেরানো নিয়েই কথা হতে পারে।

ভারতীয় সেনার পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরেশন সিঁদুরের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে শুরুতেই স্যালুট জানান ভারতের সেনা, সশস্ত্র বাহিনী, একাধিক এজেন্সি এবং দেশের বিজ্ঞানীদের।

                                                                             PHOTO  CREDIT  :: INTERNET 

বলেন, “আমাদের দেশের মা-বোনেদের মাথার সিঁদুর মুছলে কতখনি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে গোটা বিশ্বের উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।” শত্রুপক্ষের উদ্দেশে মোদির বার্তা—ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে।

ভারতের সকল নাগরিক একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিয়েছে। সেনার কৃতিত্ব সম্পর্কে বলতে গিয়ে জানান, ভারতের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দির-গুরুদ্বারকে নিশানা করেছিল পাকিস্তান।

যদিও ভারতীয় সেনা তা প্রতিহত করে। গোটা বিশ্ব এই কৃতিত্ব দেখেছে। মোদি বলেন, “খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন।”

প্রধানমন্ত্রী বলেন, ‘স্টেট স্পনসর্ড টেররিজ়ম’-এর বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। মোদির বার্তা, পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =