সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় জলের দাবিতে বিক্ষোভ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ১৩,মে :: খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিধানসভা এলাকায় প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জল কষ্টে ভুগছে সাগরের কমলপুর গ্রামের চার নম্বর কলোনির বাসিন্দারা। বারে বারে প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা। অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের।

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের চার নম্বর কলোনি।এখানে প্রায় ১০ থেকে ১৫ টি পরিবারের বসবাস। এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানীয় জলের নলকূপ। বছর দুয়েক আগে  বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ। কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছেনা এক ফোটাও জল।অন্যদিকে বৈশাখের প্রখর রৌদ্রে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে স্বাভাবিভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়। পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে।

এলাকাবাসীদের অভিযোগ বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে। কিন্তু এক দশকেরও বেশি সময় পার হলেও এলাকায় কোন টিউবওয়েল বসানো হয়নি। অন্যদিকে বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকেও পড়ছেনা জল।

স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জনজীবন। বারে বারে প্রশাসনের দারস্থ হয়ে কোন সমাধান না মেলায় এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। গোটা ঘটনায় শাসক তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =