নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউ বারাকপুর :: মঙ্গলবার ১৩,মে :: সোমবার সকালে বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়া বোদাই পঞ্চায়েত রোডে একটি নেলপালিশ কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্রখর রোদের তাপে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে।চারিদিকে কালো ধোয়া। কারখানায় ঢোকার মুখে বাদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কেমিক্যাল আগুন লাগে।
ভিতরে কোন কর্মী ছিল না। কারখানার ভিতরে বহু যন্ত্রপাতি কেমিক্যালস শিসি ভষ্মীভূত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নিউ বারাকপুর, মধ্যমগ্রাম এবং পানিহাটি তিনটি দমকল ইঞ্জিন এবং থানার পুলিশ ।হোস পাইপ জল ও ফোম দিয়ে প্রায় চার ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭ টা ৪৫ মিনিট। খবর পেয়েই কারখানায় আসেন মালিকের ছেলে জামাই সহ অন্যান্যরা। আট দশ জন মহিলা কারখানায় রোজে কাজ করে। মহিলারা সকালে এসে দেখেন দমকল কর্মীরা আগুন নেভাচ্ছেন। সাত সকালে প্রকাশ্য দিবালোকে রোডের ধারে কারখানার ভিতরে আগুন গ্রামবাসীরা রীতিমতো হতভম্ব হয়ে পড়েন।