নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৩,মে :: ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়।পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃতার নাম নাজেদা পারভিন(২৮)।
তাদের দুটি সন্তান রয়েছে।দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।এই ঘটনায় তার স্বামী নাওয়াজ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতার বাপের বাড়ির অভিযোগ,তাদের মেয়েকে খুন করেছে জামাই।যদিও দুপুর পর্যন্ত অভিযোগ জমা পড়েনি থানায়।অভিযোগ,এদিন সকালে বিছানায় দেহ দেখতে পান তার সন্তানেরা।
শুরু হয় হইচই।প্রতিবেশীরা ছুটে গেলে দেহটি দেখতে পায়।মৃতার বাপের বাড়ির দাবি,জামাইকে দুই কাঠা জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল।একাধিকবার আর্থিক সহায়তা করা হত জামাইকে।কি কারণে খুন করা হল,তা নিয়ে ধন্দে পুলিশও।
মৃতার বাবা নুরূল ইসলাম বলেন,জামাইয়ের শাস্তির দাবিতে থানায় অভিযোগ করব।পুলিশের এক আধিকারিক বলেন,মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।