নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ১৩,মে :: সোমবার রায়গঞ্জ সামপুর মোড়ে মাধব বর্মন এর বাসভবনে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিলো, প্রতিবছরই যজ্ঞ করে থাকেন উনি শান্তি কামনার জন্য কিন্তূ এই বছর একটু অন্য রকমের যজ্ঞ করেছেন তিনি।
ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ভারতীয় সেনাদের শান্তি ও জয় লাভের এবং কাশ্মীর সেনা যাদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনার জন্য ও বাসির, দেশ বাসির শান্তি জন্য এই যজ্ঞের আয়োজন।