নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ১৩,মে :: মাঝে মধ্যেই জাতীয় সড়কে ঘটছে দুর্ঘটনা।দুর্ঘটনায় আহতরা অনেকেই হাসপাতাল পৌঁছানোর আগেই মারা যান।তার কারণ অনেক সময় যে আহত পুরুষ বা মহিলা প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে যাওয়ার কথা তারা সঠিক সময়ে সঠিক প্রাথমিক পর্যায়ের চিকিৎসা পান না।
এই বিষয়টি মাথায় রেখেই এবার রাস্তার ধারে অবস্থিত সমস্ত হোটেল মালিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।এদিন পথ বন্ধুদের নিয়ে কাঁকসা ট্রাফিক গার্ড ছোট্টরে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি,মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি ও বুদবুদ ট্রাফিক গার্ডের ওসি,দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ও মুচিপাড়া থেকে বুদবুদ পর্যন্ত জাতীয় সরকের ধারে অবস্থিত সমস্ত হোটেল মালিকরা।
এদিন এই শিবিরে আসা হোটেল মালিকদের কিভাবে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সড়কে হটাৎ কোনো দুর্ঘটনা ঘটলে রাস্তার ধারে যে সমস্ত হোটেল গুলি রয়েছে তার মালিকরাই প্রথম খবর পায়।
তারা যাতে তৎক্ষণাৎ ট্রাফিক গার্ডের পুলিশ কে বিষয়টি ফোন করে জানাতে পারে তার জন্য অফিসর একটি ফোন নম্বর সকলকে দেওয়া হয়েছে।এবং ঘটনাস্থলে পুলিশ আসার আগে ওই হোটেল মালিক রা যাতে আহত কে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিতে তাকে সুস্থ রাখতে পারে সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।