তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট,, কল আছে জল নেই,,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: বুধবার ১৪,মে :: ইলামবাজার ব্লকের শীর্ষা অঞ্চলের সুখডালা আদিবাসী পাড়ায় তীব্র গরমের মধ্য দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষদের দাবি টিউব ওয়েল এবং সরকারি সোলার সিস্টেম টাইম কলের জল গত কয়েক মাস ধরেই বন্ধ হয়ে আছে।

শীর্ষ অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ, তার সত্বেও এখনো পর্যন্ত কোনো পানীয় জলের কোনরকম সুব্যবস্থা হয়নি বলেই স্থানীয়রা জানায়। যেখানে “জল জীবন জল মিসন,” এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে তার মধ্যে এক অন্য ছবি দেখা যায়।

গত এক মাস আগে তারা শীর্ষ গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানায় যাতে করে পানীয় জলের টিউবওয়েলটি এবং সোলার সিস্টেম টাইম কলটি মেরামত করা হয়।

কিন্তু এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনরকম সুব্যবস্থা নেওয়া হয়নি বলেই সুখডলা আদিবাসী গ্রামের মানুষেরা জানায়।এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটে ধুঁকছে। তাই আজ শুকডালা আদিবাসী গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে।

শীর্ষ অঞ্চলের শুকডালা আদিবাসী সম্প্রদায়ের কমবেশি ৩৬ থেকে ৪০ টা পরিবার জল সংকটে ভুগছে তাদের একটাই দাবি,অতি শিগগিরই এই পানীয় জলের টিউবওয়েল এবং সোলার সিস্টেম জলের কলটি যাতে করে ঠিক হয় ও পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 6 =