ভারতের প্রবল চাপ। অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: বুধবার ১৪,মে :: ভারতের প্রবল চাপ। অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান। ২২ দিনের মাথায় তাঁকে ছাড়ল পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। সীমান্তের ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন পূর্ণম সাউ।

২৩ এপ্রিল থেকে পাকিস্তানের রেঞ্জার্সের কাস্টডিতে ছিলেন। বুধবার বেলা সাড়ে দশটায় আর্টারি সীমান্ত দিয়ে অমৃতসরে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হল পাকিস্তান। আইজি বিএসএফ পঞ্জাব ফ্রন্ট্রেটিয়র জানালেন, আর্টারি সীমান্তে বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং হয়।

তারপর পাকিস্তানের সেনারা  পূর্ণম সাউকে ভারতের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ রয়েছেন পূর্ণম। তবে তিনি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত।

নিয়ম রয়েছে, পাকিস্তান রেঞ্জার্সই হোক, কিংবা বিএসএফ জওয়ান, কেউ যদি ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান, তাহলে ফ্ল্যাগ মিটিং করে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু পূর্ণমকে ২২ দিন ধরে আটকে রেখেছিল পাকিস্তান।

বিএসএফ পঞ্জাব ফ্রন্ট্রেটিয়র জানিয়েছেন, এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে এটাও পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা কতটা ভুল করেছে। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে, বিএসএফ এরপর আরে রেয়াত করবে না। কোনও ফ্ল্যাগ মিটিংও করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + one =