দীর্ঘ ২৪ বছর পর ঘর খুঁজে পেল বীরভূমের আদিবাসী এক মহিলা ।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: বুধবার ১৪,মে :: আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ ২০০১ সালে লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন আদিবাসী রমণীর স্মৃতি বিভ্রাট হয়ে যায়। তখন তার স্বামী ও দুই পুত্র বর্তমান এবং কিছুদিনের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ২৫ বছর তার কোন খবরা খবর পাওয়া যায়নি।

গতকাল রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার আপনা ঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ ২৪ বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে আছে এবং

হঠাৎ করে গতকাল উক্ত আদিবাসী মহিলার স্মৃতি ফিরে আসে। সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাভপুর।

আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে গ্রাম লাগাটা, ব্লক লাভপুর, জেলা বীরভূম, রাজ্য পশ্চিমবঙ্গ খুঁজে বের করেন এবং যোগাযোগ করেন। লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছয় এবং আদিবাসী পাড়ার মানুষদের সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ হয় এবং তারা উভয় উভয়কে চিনতে পারে।

গতকাল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী কাছ থেকে তারপর লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) খবরটি পান এবং খবর পাওয়ার সাথে সাথে মাননীয় বিধায়ক ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যথাররীতি বিহিত ব্যবস্থা গ্রহণ করেন।

আজ আর কিছুক্ষণের মধ্যে মাননীয় বিধায়ক মহাশয় উক্ত আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম ও তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নারু মুরমুকে নিয়ে রাজস্থান রওনা হচ্ছেন উক্ত আদিবাসী মহিলাকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =